নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার তিন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার সকাল নয়টার দিকে নগরীর ভদ্রা মোড় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এর মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম দেলোয়ার (৫২)। বাকি দুই জনের নাম জানা যায়নি।।
জানা গেছে, আজ শনিবার সকালে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশায় থাকা তিন যাত্রী আহত হন। বাসের ধাক্কায় ব্যাটারি চালিত রিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। আর রিক্সায় থাকা চালক যাত্রীসহ ৩ জন আহত হয় । আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রামেক হাসপাতাল পুলিশ জানায়, ভদ্রা মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছে। । এর মধ্যে একজনের নাম জানা যায়নি । তাদের চিকিৎসা চলছে।
এস/আর