নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় সুলতান (৪০) নামের এক ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। আহতবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নগরীর বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালিবাজার এলাকার ঘড়–র ছেলে। ডিমবাহী ভ্যানে ধাক্কা দেওয়ার ঘটনায় ভ্যানে থাকা ১২ হাজার ডিম ভেঙ্গে নষ্ট হয়ে গেছে।
আহত ভ্যান চালক সুলতান জানান, বুধবার সকাল ১০টার দিকে তিনি দুর্গাপুর থেকে কক মুরগির ১২ হাজার ডিম নিয়ে রাজশাহী শহরে যাচ্ছিলেন। পথে তিনি বিনোদপুর পৌঁছালে পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ও
তার ভ্যানে থাকা ১২ হাজার ডিম ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে হাসপাতাল পুলিশ বক্সের এএসআই পিন্টু বলেন, আহতবস্থায় ভ্যান চালক ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আর/এস