নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় আদিল ৩২ নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে নগরীর বোয়ালিয়া থানার আলিফ লাম মীম ভাটার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আদিল বুধবার বিকেলে ভ্যানে করে বায়া বাজারে অবস্থিত একটি স্টোরের মালামাল নিয়ে সাহেব বাজার থেকে বায়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নগরীর আলিফ লাম মীম ভাটার সামনে পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোয়ালিয়া থানার এসআই সালাম বলেন, বাজার থেকে মালামাল নিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে