নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজ্জত আলী (৫৩) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে বাগমারা কারিগরি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজ্জত আলী উপজেলার মারিড়া ইউনিয়নের সূর্যপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে। পেশায় দিনমজুর ইজ্জত আলী কাজের সন্ধানে উপজেলার ভবানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন।
পথে কারিগরি কলেজ মোড়ে পৌঁছালে আত্রাই থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন ইজ্জত আলী।
বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মুমূর্ষু ওই সাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন স্থানীয়রা। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ না থাকায় দুপুরের দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
খবর২৪ঘণ্টা.কম/রখ