নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে বিআরটিসি বাসের চাপায় এক ডাব বিক্রেতা নিহত হয়েছেন। বুধবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেছে।
নিহত ব্যক্তির নাম আনারুল ইসলাম (৩৫)। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামে। বাবার নাম মখসেদ আলী। সকালে তিনি রাজশাহী-ঢাকা মহাসড়ক হয়ে বাইসাইকেলে করে ডাব নিয়ে যাচ্ছিলেন।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সকালে একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি বাইসাইকেল আরোহী আনারুলকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ডাব বিক্রেতা আনারুল ইসলামের মৃত্যু হয়।
ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আর বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলাও করা হয়েছে।
জেএন