নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় বাসচাপায় স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিপুর দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষক আবদুল হালিম (৩২) উপজেলার কশবা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মোহনপুর উপজেলার দেওয়ান বেড়াবাড়ি এলাকার মৃত এবারত আলীর ছেলে।
হালিম মোটরসাইকেলে স্কুলে যাওয়ার পথে হরিপুর দরগাপাড়া মোড়ে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দামকুড়া থানার ওসি আবদুর লতিফ শাহ্ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন