নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে ঢুকে তিনজন নিহতের ঘটনায় বাসের চালক জনি (৩৬) আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে বাস চালক জনিকে (৩৬) তার বাড়ি থেকে আটক করে নগরীর শাহ মখদুম থানা পুলিশ।
ঘটনার পর থেকে জনি পলাতক ছিল। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি ফরাদপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে চালক জনি পলাতক ছিলেন। পরে তার মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
উল্লেখ্য, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এরো বেংগল নামের একটি বাস রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর নওদাপাড়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। রামেক হাসপাতালে নেওয়ার পর স্কুল ছাত্রী নিহত হয়। আহত হয় আরো চারজন।
খবর ২৪ঘন্টা/এম কে