নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক করেছে নারী ও শিশুদের আইনি সহায়তা নিয়ে কাজ করা সংগঠন নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা। রোববার নগরীর ২৬ নং ওয়ার্ডে নারীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, বাল্যবিয়ে থেকে যাতে স্কুল পড়ুয়া মেয়েরা রক্ষা পায় ও বাল্যবিয়ের শিকার না হয় এ জন্য তাদের পিতা ও সাধারণ মানুষকে সচেতন করার জন্য উঠান উঠান বৈঠক কার্যক্রম শুরু করেছে নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা। এর অংশ হিসেবে রোববার দুপুরের আগে নগরীর ২৬ নং ওয়ার্ডে বাল্যবিয়ে রোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে
বক্তব্য রাখেন, সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা। আরো বক্তব্য রাখেন, সমন্বয়কারী জাকির হোসেন, আফরোজা খাতুন সন্ধ্যা, ফাতেমাতুজোহরা, মেরাজুল ইসলাম প্রমুখ। বৈঠকের পর ২৬ নং ওয়ার্ডে কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, সোমা, রোজি, বাবলি, ফুলজান ও নাইমা। উঠান বৈঠকে বক্তারা বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতন হওয়া ও অন্যকে সচেতন ব্যাপারে গুরুত্বারোপ করেন।
আর/এস