নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় সামিউল ইসলাম নামের এক শিশু নিহত হয়েছে। সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকার আব্দুস সামাদের ছেলে। শনিবার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বাইপাস লিলি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর পিতা সাইকেল আরোহী আব্দুস সামাদ গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর আলী আরিফ জানান, শনিবার বিকেলে নিহত শিশু সামিউলের বাবা আব্দুস সামাদ সাইকেলে ছেলেক নিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। পথে
তারা বাইপাস লিলি সিনেমা হলের কাছে পৌঁছালে একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা সাইকেল থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হন। এ সময় সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সামিউলকে মৃত ঘোষণা করেন এবং তার বাবা আব্দুস সামাদকে ওয়ার্ডে পাঠিয়ে দেন। ওসি আরো জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে