নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির বালুবাহি ট্রাক চাপায় মাহফুজ হাসান বিদ্যুৎ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে। গতকাল শনিবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন সায়েরগাছা এলাকায় এ ঘটনা ঘটে। নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম জানান, শনিবার সকাল পৌণে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা মোড় থেকে একটি বালুবাহী ট্রাক সায়েরগাছার দিকে যাচ্ছিলো। পথে ট্রাকটি সায়েরগাছা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেল
ক্রসিংয়ের দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ট্রাকটি পানিতেই পড়ে রয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
খবর ২৪ ঘণ্টা/এমকে