নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড় সংলগ্ন মনিবাজার চত্বরে ১৯তম বার্ষিক বনসাই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৈাহিদ টিটুর সভাপতিত্বে উদ্বোধীন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি জুলফিকার মতিন, বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার
মোর্শেদ প্রমুখ।উদ্বোধীন অনুষ্ঠানের আলোচনা সভার আগে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর বনসাই ঘুরে দেখেন মেয়রসহ অন্যান্য অতিথিরা।প্রসঙ্গত, রাজশাহী বনসাই সোসাইটি আয়োজিত বনসাই প্রদর্শনী আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ শতাধিক বনসাই রয়েছে।
খবর ২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।