নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অনুষ্ঠিত দু’দিন ব্যাপী ২৩তম বার্ষিক তাবলীগ ইজতেমা আজ শুক্রবার শেষ হচ্ছে। শুক্রবার অনুষ্ঠিত তাবলীগী ইজতেমায় অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ২৩তম বার্ষিক ইজতেমার আয়োজন করে।জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি দাপাড়া ট্রাক ট্রার্মিনাল মাঠে দুই দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়।
ইজতেমার সভাপতিত্ব করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের আমীর অধ্যাপক ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। শুক্রবার জুমা নামাজের পূর্বে ইজতেমায় অংশ নেন মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ইজতেমার জন্য স্থায়ী জায়গা দাবি করেন।
খবর ২৪ ঘণ্টা/আর