1. abir.rajshahinews@gmail.com : Abir k24 : Abir k24
  2. bulbulob83@gmail.com : bulbul ob : bulbul ob
  3. shihab.shini@gmail.com : Ea Shihab : Ea Shihab
  4. omorfaruk.rc@gmail.com : khobor : khobor 24
  5. k24ghonta@gmail.com : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. omorfaruk.rc@gamail.com : omor faruk : omor faruk
  7. royelkhan700@gmail.com : R khan : R khan
রাজশাহীতে বাইরেও বিক্রি হচ্ছে টিসিবির তেল! - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

রাজশাহীতে বাইরেও বিক্রি হচ্ছে টিসিবির তেল!

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৪ সেপটেম্বর, ২০২০

নিজস্বপ্রতিবেদক : পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজ, তেল, ডাল ও চিনি বিক্রি করে থাকে। সাশ্রয়ী ও নির্ধারিত মূল্যে টিসিবি এসব পণ্য বিক্রি করে থাকলেও টিসিবির এই পণ্য সবাই পাচ্ছেনা। এর অন্যতম কারণ হচ্ছে একটি সিন্ডিকেট নগরের যেসব স্থানে টিসিবির পণ্য বিক্রি হয় সেসব স্থানে ভাগ ভাগ হয়ে লাইনে দাঁড়িয়ে সেই তেল, ডাল ও চিনি কিনে অন্যের কাছে বিক্রি করছে। এতে প্রকৃত ক্রেতারা বঞ্চিত হচ্ছেন।
লাইনে দাঁড়িয়ে কেনা এসব পণ্য তারা বাইরে মানুষের কাছে চড়া দামে বিক্রি করছে। এখন নগরের সাহেব বাজারসহ বিভিন্ন স্থানে এসব পণ্য পাওয়া যাচ্ছে। আর বাজারের থেকে একটু কম দামে পাওয়ার কারণে এদের কাছ থেকেই অনেকে কিনছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি বেশ কিছুদিন ধরে

রাজশাহী মহানগরীর কয়েকটি পয়েন্টে তেল, চিনি ও ডালসহ কয়েকটি পণ্য বিক্রি করছে। সকাল থেকে পণ্য থাকা পর্যন্ত বিক্রি করলেও অধিকাংশ প্রকৃত ক্রেতাদের কাছে অধরাই থেকে যাচ্ছে এসব সাশ্রয়ী দামের পণ্য। এতে প্রকৃত ক্রেতারা বঞ্চিত হচ্ছে। আর সিন্ডিকেট করে নগরের বিভিন্ন স্থানে লাইনে দাঁড়িয়ে পড়া কিছু নারী ও কিশোর এসব পণ্য সংগ্রহ করছে। পরে তারা এসব পণ্য বাইরে বিক্রি করছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় আনু নামের এক নারীকে টিসিবি ৫ লিটারের তেল বিক্রি করতে দেখা যায় ৪৫০ টাকায়।

টিসিবির ট্রাকে করে এই তেল বিক্রি করছে ৪০০ টাকায়। আর তারা লাইনে দাঁড়িয়ে কেনা ৫ লিটারের তেল বিক্রি করছে ৪৫০ টাকায়। তার মতো আরো কয়েকজনকে এসব তেল বিক্রি করতে দেখা যায়।
টিসিবির তেল বিক্রি করা ওই নারীর সাথে কথা হলে তিনি জানান, তিনি ছাড়াও তার সাথে আরো ১০/১২ জন আছে। যারা নগরের বিভিন্ন স্থান থেকে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনে বাইরে বিক্রি করছে। তিনি আরো জানান, প্রতিদিন তারা টিসিবির পণ্য তুলে প্রতিদিন বিক্রি করে। প্রতিদিন তাদেরকে ট্রাক থেকে একই পণ্য বিক্রি করে কিনা জানতে চাইলে তিনি জানান, তারা ভাগ ভাগ হয়ে এসব পণ্য সংগ্রহ করে। অনেক সময় বিক্রেতারা বুঝতে পারলেও দিয়ে দেয়।
নাম না প্রকাশ করার শর্তে আরেকজন বলেন, লাইনে দাঁড়িয়ে কিনে বাইরে বিক্রি করলে কিছু টাকা লাভ হয়। লাভের আশায় তারা আমরা এসব কাজ করি। এভাবে তার মতো আরো বেশ কয়েকজন এমন কাজ করে বলে অভিযোগ রয়েছে। এই সিন্ডিকেটের জন্য প্রকৃত ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে। এ বিষয়ে কথা বলতে রাজশাহী টিসিবির আঞ্চলিক অফিস প্রধান রবিউল মোর্শেদের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST