নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টা র নগরীর সোনাদিঘীর মোড়ে অবস্থিত বাংলাভিশন অফিসের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে পদ্মা গার্ডেনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে পদ্মা গার্ডেন সংলগ্ন একটি রেস্টুরেন্টের সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
বাংলাভিশনের রাজশাহীর স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল। আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, তানোর পৌর মেয়র মিজান, প্রবীন আইনজীবী অঙ্কুর সেন, সহ বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
খবর২৪ঘণ্টা/এমকে