1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর সাবেক যুবদলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ সুইট।

মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মোঃ আবুল কালাম আজাদ সুইট বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখার সভাপতি ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগরের সভাপতি ছিলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, বিএনপি রাজশাহী মহানগরের ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম, সর্বোশেষ রাজশাহী মহানগর যুবদলের সভাপতি ছিলাম। আমি এই শহরেরই সন্তান, আপনাদের সামনে আমার বেড়ে উঠা। এতোগুলি দলীয় দায়িত্ব নিষ্ঠা এবং দায়িত্বের সাথে পালন করার পর হঠাৎ গত রাত ১২টায় প্রথম আলোর সাংবাদিক বড় ভাই আবুল কালাম আজাদ আমাকে বিষয়টি অবহিত করেন যে, বর্তমান মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা স্বাক্ষরিত একটি প্রাথমিক সদস্যপদ বাতিল প্রসঙ্গে চিঠি দিয়েছে বলে জানান।

আমি উক্ত চিঠিটি দেখতে ও পড়তে চাইলে তিনি আমাকে হোয়াটসএ্যাপে প্রেরণ করেন। আমার সাময়িক বহিষ্কার আদেশটি একটি ষড়যন্ত্র এবং প্রতিহিংসা মূলক আচরণ বলে আমি মনে করি। আমার জানামতে এটি অনৈতিক এবং সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি। কোনো আহ্বায়ক কমিটি কোনো নেতা বা কর্মীকে বহিষ্কার করার এখতেয়ার রাখে না। তারা শোকচ করতে পারে, অবহিত করতে পারে বা কেন্দ্রকে সুপারিশ করতে পারে। কেন্দ্র বা পার্টির চেয়ারম্যান সিদ্ধান্তের মালিক। যে ঘটনায় আমাকে বহিষ্কার করা হয়েছে সেই ঘটনার সাথে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা মুঠোফোনের মাধ্যমেও জড়িত ছিলাম না। (প্রয়োজনে সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করছি।। আজ যে ঘটনাটি বিএনপির নেতৃবৃন্দ ঘটালেন সেটাও কিন্তু একধরণের অন্যায় বা অবিচার।

তিনি বলেন, যারা বিভিন্ন অফিসে গিয়ে টেন্ডার বাজি করছে, বাস মালিক সমিতি দখল করছে, ট্রাক মালিক সমিতি দখল করছে, ২৭নং ওয়ার্ডে বালিয়াপুকুর সেরিকালচার গেট সংলগ্ন ওয়ার্কার্স পার্টি অফিস দখল করে উদ্ভোধন করছে এবং ব্রিটিশ কাউন্সিল দখল করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তিনি আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে বিষয়টি গভীরভাবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আপনাদেরই সহযোদ্ধা টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক বিশ্বনাথ ব্যানার্জীর স্বাক্ষাৎকার নিয়েছেন। সেই ভিডিও স্বাক্ষাৎকারে তিনি কোথাও আমার নাম উচ্চারণ করেন নাই এবং আমাকে চেনেন না বলে বলেছেন। অথচ আমাদের দল রাজশাহী মহানগর এই হটকারী বা নিয়ম বহির্ভূত সিদ্ধান্ত নিতে কুণ্ঠাবোধ করলেন না। এতে স্পষ্ট বোঝা যায় এটি একটি প্রতিহিংসা মূলক সিদ্ধান্ত। আমি আপনাদের মাধ্যমে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। আপনারা ঘটনাস্থলে তদন্ত করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানায়।

এসময়, প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST