নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের এএইচএম খায়রুজ্জামান লিটন। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বিপিএম, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি সদর তানভীর হায়দার চৌধুরী, ডিসি
বোয়ালিয়া আমির জাফর, ডিসি শাহমখদুম হেমায়েতুল ইসলাম, ডিসি মতিহার সাজিদ হোসেন, ডিসি কাশিয়াডাঙ্গা জয়নুল আবেদিন, ডিসি ট্রাফিক অনির্বান চাকমা, ডিসি পিওএম সাইফুল ইসলাম, নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম, বোয়ালিয়া ডিভিশনের এডিসি আব্দুর রশিদসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। বেলুন ও পায়রা উড়ানোর পরে বর্ণাঢ্য র্যালি করা হয়। র্যালিটিন জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, নগরীতে যানজট কমানোর জন্য অটোরিক্সা দুই রংয়ের করা হবে। একদিন এক রংয়ের চললে পরের দিন অন্য রংয়ের অটোরিক্সা চলবে। এ ছাড়া বেশ কিছু রাস্তা একমুখী করা হবে। আরএমপি কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও এমন অবস্থান থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী ২ ফেব্রুয়ারী পর্যন্ত পুলিশ সেবা সপ্তাহ চলবে।
খবর ২৪ ঘণ্টা/আর