1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে আদিবাসী দিবস উদযাপন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে আদিবাসী দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মহানগর ও জেলার উপজেলাগুলোতে আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। “আদিবাসী জাতিসমূহের দেশান্তর: প্রতিরোধের সংগ্রাম” প্রতিপাদ্যে বৃহস্পতিবার দিনব্যাপি গোদাগাড়ী থানার পারগানা বাইসি’র আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। সকালে র‌্যালির মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। র‌্যালি শেষে আদিবাসী ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে তারা। দুপুর পরে আরম্ভ হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী থারনা পারগানা বাইসি’র থানা পারগানা বাবুলাল মুরমু। প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কাঁকনহাট পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদি, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আদিবাসী মুক্তিমোর্চা কেন্দ্রীয় কমিটির সভাপতি যোগেন্দ্রনাথ সরেন, রাজশাহী জেলা পারগানা কামেল মার্ডী, গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের উপদেষ্টা চিত্তরঞ্জন সরদার, ললিত নগর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আগষ্টিনা মুরমু, কাঁকনহাট পৌরসভার প্যানেল মেয়র আজাহার আলী, কাউন্সিলর সাদেকুল সেলিম, আমিরুল ইসলাম, গোলাম মোর্তুজা শেখ, ওয়াহিদা সুলতানা লাবনী ও আম্বিয়া বেগম। অন্যদের মধ্যে অত্র এলাকার আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত আদিবাসী নেতৃবৃন্দ বক্তৃতায় ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আদিবাসীদের উচ্ছেদ, দেশত্যাগ সকল প্রকার নির্যাতন বন্ধ ও বাদপড়া আদিবাসীদের দ্রুত গেজেটে অন্তর্ভূক্ত করে গেজেট প্রকাশ করার দাবি জানান । এছাড়াও তারা জমি-জল-জঙ্গল ও বসতি ভিটা অধিগ্রহণের নামে উচ্ছেদ, জবরদখল, অগ্নিসংযোগ, ধর্ষণ, মিথ্যা মামলা, লুটপাট ও অপহরণ বন্ধ করে এই সমস্ত কাজে লিপ্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাী জানান।
জাতীয় আদিবাসী পরিষদ : “আদিবাসী জাতিসমূহের দেশান্তর: প্রতিরোধের সংগ্রাম” প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার উদ্যোগে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আদিবাসীদের জমি-জল-জঙ্গল-বসতিসহ অধিগ্রহণের নামে উচ্ছেদ, জবরদখল, অগ্নিসংযোগ, ধর্ষণ, মিথ্যা মামলা, লুটপাট, অপহরণ ও দেশত্যাগ বন্ধ এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবিতে এই মানববন্ধন ও সমাবেশ করেন তারা।

এ সময়ে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট প্রশান্ত কুমার সাহা, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, সভাপতি নকুল পাহান, বাংলাদেশ রবিদাশ উন্ন্য়ন পরিষদ রাজশাহী জেলা সভাপতি রঘুনাথ রবিদাস, ব্লাস্ট রাজশাহী জেলা সমন্বয়কারী সামিনা বেগম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পলাশ পাহান প্রমূখ।মানববন্ধন সমাবেশে বক্তারা, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আদিবাসীদের উচ্ছেদ, দেশত্যাগ সহ সকল প্রকাল নির্যাতন বন্ধ করার দাবি জানান। এছাড়াও বাদপড়া আদিবাসীদের দ্রুত গেজেটে অন্তর্ভূক্ত করে গেজেট প্রকাশ করার দাবি জানান বক্তারা।
মাসাউস
“আদিবাসী জাতিসমূহের দেশান্তর: প্রতিরোধের সংগ্রাম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটি ও মাসাউস এর আয়োজেন গতকাল বৃহস্পতিবার ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। বিএফআই প্রকল্প, একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় এই দিব উদ্যাপনে অংশগ্রহন করে ইয়াং ক্লাব, আদিবাসী মুক্তি মোর্চা, মাহালে ল্যাঙ্গয়েজ এন্ড ডেভেলপমেন্ট কমিটি, মাহলে স্টুডেন্টস কাউন্সিল, এসএলডিসি রাজশাহী মহানগর কমিটি, আদিবাসী মুক্তি মৌর্চা রাজশাহী মহানগর, আদিবাসী গবেষণা উন্নয়ন সংস্থা, আসারু, সাসু, আঞ্চার কালচারাল গ্রুপ, ঝিরিহিরি, স্যাঙ্গেল ব্যান্ড রাসা ও এসবিএমএসএস।

সকালে তারা নগরীর আলুপট্টির মোড় থেকে র‌্যালি নিয়ে সাহেব বাজার প্রদক্ষিণ করে ভুবনমোহন পার্কে এসে শেষ করেন। সেখানে তারা সংক্ষিপ্ত পথসভা করেন। পথসভায় সভাপতিত্ব করেন আদিবাসী মুক্তিমোর্চা কেন্দ্রীয় কমিটির সভাপতি যোগেন্দ্রনাথ সরেন। বিশেষ অতিথি ছিলেন মাহালে ল্যাঙ্গয়েজ এন্ড ডেভেলপমেন্ট কমিটির সভাপতি মেরিনা হাঁসদা ও মাসাউস এর নির্বাহী পরিচালক যাকারিয়াস ডুমরী। অন্যদের মধ্যে মাহলে স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি সলোমন হাঁসদা, সাধারণ সম্পাদক সৌমিক ডুমরী, রাজশাহী মহানগর আদিবাসি মুক্তিমোর্চার সভাপতি ভাদু বাস্কী ও আঞ্চার শিল্পগোষ্ঠীর আহবায়ক সুচনা হেমরম সহ অন্যান্য আদিবাসি নেতৃবৃন্দ এবং সাদারণ জনগণ উপস্থিত ছিলেন। তারাও বক্তৃতায় আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আদিবাসীদের উচ্ছেদ, দেশত্যাগ সহ সকল প্রকাল নির্যাতন বন্ধ করার দাবি জানান। এছাড়াও বাদপড়া আদিবাসীদের দ্রুত গেজেটে অন্তর্ভূক্ত করে গেজেট প্রকাশ করার দাবি জানান বক্তারা।দুপুর পরে তারা দামকুড়াহাটে মাসাউস কার্যালয়ের হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST