নিজস্ব প্রতিবেদক : বাইরে থেকে প্রধান ফটকে তালা দেয়া দেখে মনে হবে ভিতরে কেউ নেই দোকানপাট বন্ধ রয়েছে। কিন্তু না বাইরে তালা দেয়া হলে কি হবে ভিতরে চলছে বেচাকেনা। রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার অন্যতম প্রধান আরডি মার্কেটের দৃশ্য এটি। ভেতরে কেনাবেচা হলেও বাইরের দৃশ্য সম্পূর্ণ আলাদা। আজ শনিবার সকাল থেকেই এ মার্কেটে ছিল ক্রেতাদের ভিড়। সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার কথা বলা হলেও মানছে না কেউ।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজার, মার্কেট ও ব্র্যান্ডের শোরুমগুগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। সরকারের পক্ষ থেকে মার্কেট শপিং মলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে ও ক্রেতাদের সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি
মানার বিষয়ে সচেতন করার শর্তে দোকান খুলে দিলেও তা মানা হচ্ছে না রাজশাহী মহানগরীর কোন মার্কেটেই। এজন্য বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। যদিও গত ১৫ মে শুক্রবার রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে যৌথসভায় পবিত্র ঈদুল ফিতরের আগে সব মার্কেট বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয় । কিন্তু ব্যবসায়ীরা এ নির্দেশ অমান্য করে গতকাল শনিবার রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত আরডি মার্কেট, কাপড় পট্টির মার্কেটসহ বিভিন্ন মার্কেট খোলা রেখে বেচাকেনা অব্যাহত রাখে। কিন্তু এসব মার্কেটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। একই দিন রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা না হলে আইনগত ব্যবস্থা নেয়া এবং সংশ্লিষ্ট মার্কেট বন্ধ করে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তি জারি করা হয়।
এমকে