নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বধির সংঘের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বধির সংঘের উদ্যোগে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর চিড়িয়াখানার সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাদিরগঞ্জে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শফিউর রহমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় বধির সংস্থা ঢাকার সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক ফজলে এলাহী খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বধির সংঘের পক্ষ থেকে রাসিক মেয়রের কাছে একটি ঘর দাবি করা হলে মেয়র আগামী দুই মাসের মধ্যে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মামলা হামলার কারণে বেশি সময় পাইনি। সময় পেলে আরো বেশি কাজ করা সম্ভব হতো। আগামীতে যদি নির্বাচিত হতে পারি তাহলে বধির সংঘের জন্য আরো ভাল কিছু করবো।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।