নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার শিতলাইয়ে বজ্রপাতে মোজাহার হোসেন মুজা (৬০) নামের একব্যক্তি নিহত হয়েছেন ও তার ছেলে ফারুক (২৮)। আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, শিতলাই গ্রামের মোজাহার ও তার ছেলে ফারুক আমবাগান পাহারা দিচ্ছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে মোজাহার মারা যায় ও তার ছেলে আহত হয়। পরে তার ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরএমপির দামকুড়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, বলেন বজ্রপাতে একজন নিহত হয়েছে ও একজন আহত হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে