1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বঙ্গবুন্ধ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

রাজশাহীতে বঙ্গবুন্ধ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
                     

সংবাদ বিজ্ঞপ্তি : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স ও মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ৬ টি খেলা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
শহীদএএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে শিরইল সরকারী হাই স্কুল ৫ উইকেটে হারায় মেহেরচন্ডি হাই স্কুলকে। টস জয়ী চন্ডিপুর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তুলে । দলের হেলাল ৩০ ও সিফাত ২৫ রান করেন। বিপক্ষে আসাদ ১৮ ও সাদ ২৯ রানে ২টি করে উইকেট নেন। শিরইল স্কুল ১২২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে টার্গেট পুর্ন করে(১২৩) । দলের সাদ ২৮,নাজমুল ৩১ ও আসাদ ২১ রান করেন। বিপক্ষে বিশাল ২৩ রানে ৩টি উইকেট নেন।
অন্য খেলায় মোহনপুর হাসানিয়া মাদার্সা ২৮ রানে হারায় হামিদপুর নওদাপাড়া পাইলট স্কুলকে। টসে হেরে মোহনপুর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তুলে ১৫৮ রান। দলের আকাশ ৪২ ও রাব্বি ৪০ রান করেন। বিপক্ষে রিয়াদ ৩৭ রানে ৩টি উইকেট নেন। জবাবে হামিদপুর স্কুল ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে ১৩০ রান। দলের রাকিব ৩২ ও সামিউল ১৯ রান করেন। বিপক্ষে রায়হার ৩০ রানে ৩টি উইকেট নেন।
বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে হাজি মোহাম্মদ মহসিন সরকারী হাই স্কুল ১২৯ রানের বিশাল ব্যবধানে হারায় শহীদ জিয়াউর রহমান হাই স্কুলকে। টসে হেরে হাজি মোহাম্মদ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে ২০৯ রান। দলের ফারহান ৩৩ ও জয় ২৪ রান করেন। বিপক্ষে শামিম ২০ ও হাসিবুল ১৪ রানে ২টি করে উইকেট নেন। জবাবে শহীদ জিয়াউর রহমান স্কুল ব্যাট করতে নমে ১৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান তুলে। দলের শামিন ১৯ রান করেন। বিপক্ষে অনিক ১৩ রানে ৪টি,জয় ৬ ও ফারহান ৬ রানে ২টি করে উইকেট নেন।
দিনের অন্য খেলায় কোর্ট মডেল হাই স্কুল ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারায় শিমুল মেমোরিয়াল নর্থ নাউথ স্কুল এন্ড কলেজকে। টস জয়ী কোর্ট মডেল ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ১৯৫ রান। দলের আলভি ৬৭ ও নিয়ামত ৬৭ রান করেন। বিপক্ষে ইসতিয়াক ৩৬ রানে

২টি উইকেট নেন। জবাবে শিমুল মেমোরিয়াল ব্যাট করতে নেমে ১২.২ ওভারে ৪৮ রানে গুড়িয়ে যায়। দলের রনি ১২ রান করেন। বিপক্ষে সাব্বির ১২ রানে ৬টি ও আলভি ৭ রানে ২টি উইকেট নেন।
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম বায়া স্কুল এন্ড কলেজ ৭ উইকেটে হারায় রাজশাহী স্যাটেলাইট টাউন স্কুলকে। টস জয়ী রাজশাহী স্যাটেলাইট ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ১২০ রান। দলের রবিন ২৩ রান করেন। বিপক্ষে মুবারক ১৪ রানে ৩টি উইকেট নেন। জবাবে বায়া স্কুল ব্যাট করতে নেমে ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলে ১২৩ রান। দলের মুবারক ২৪ ও তুহিন ২২ রান করেন। বিপক্ষে সোবন ২৭ রাে ন২টি উইকেট নেন।
দিনের অন্য খেলায় গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ ১৪ রানে হারায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজকে। টস জয়ী গোদাগাড়ী ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে ১৩০ রান। দলের সাব্বির ৪১ ও সাফি ২৮ রান করেন। বিপক্ষে রিহাদ ১৪ রানে ২টি উইকেট নেন। জবাবে শহদ মামুন মাহমুদ ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান তুলে। দলের সাফি ১৯ ও রেজাউল ১৮ রান করেন। বিপক্ষে রিপন ২২ ও সামির ২৬ রানে ২টি করে উইকেট নেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team