নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নবপুথিঘরের ৮ম শ্রেণীর বাংলা ব্যাকরণও নির্মিতি নকলের চেষ্টার অভিযোগে মাজদার (৪৮) নামের একব্যাক্তিকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ ফর্মা ও ট্রেসিং উদ্ধার করা হয়েছে। আটককৃতের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। চারঘাট বাজারে অবস্থিত একটি বইয়ের দোকানের তিনি স্বত্বাধিকারী। শুক্রবার তাকে আটক করে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করে নগরীর মালোপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই নাসির হোসেন জানান, নবপুথিঘরের ৮ম
শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি নকল কপি করার অভিযোগে নগরীর বোয়ালিয়া মডেল থানায় পুথিঘরের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই গত দুই দিন আগে রাজশাহী মহানগরীর নিউমার্কেট প্রেসপট্টি থেকে ৪০ প্লেট ট্রেসিং পেপার এবং ৭ হাজার সিট ফর্মা উদ্ধার করা হয়। এরপর শুক্রবার দুপুরে আসামী মাজদারকে আটক করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর