রাজশাহী মহানগরীর অদূরে হরিপুর এলাকা থেকে ৮৫ বোতল ফেন্সিডিলসহ কাউসার আলী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি দামকুড়া থানার খোলাবোনা গ্রামের বদিউজ্জামানের ছেলে। আজ শনিবার দুপুর ১২টার দিকে হরিপুর এলাকা থেকে তাকে আটক করে দামকুড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার দুপুরে দামকুড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রির জন্য দামকুড়া থানার হরিপুর গোরস্থানের কাছে অবস্থান করছে। বিষয়টি জানতে দামকুড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৮৫ বোতল ফেন্সিডিলসহ কাউওসার আলীকে আটক করে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর