রাজশাহী মহানগরীতে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, দাম কুড়া থানার কাদিপুর গ্রামেরস্বামী স্ত্রী আটক ফারুক হোসেন (৩৭) ও তার স্ত্রী সুলতানা বেগম (৩৩)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন কাদিপুর(দিয়াশলাইপাড়া) এলাকায় অপারেশন পরিচালনা করে ৫৩ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এস/আর