নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ আলাল হোসেন বিরবিড়ি (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী চারঘাট থানার শিবপুর লাল মনতলা এলাকার মৃত জসসের আলীর ছেলে। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের
একটি দল চারঘাট থানাধীন শিবপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ আলালকে আটক করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-(বি) ১/(বি)ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আর/এস