নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ফেন্সিডিলসহ মুরাদ হোসেন মামুন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী চারঘাট থানার পাশেন্দি গ্রামের জলিলের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রাজশাহী জেলার চারঘাট থানার বাদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মুরাদ হোসেন মামুন কে ৩০৬ বোতল ফেন্সিডিলসহ আটক করা করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১)সারণি ৮(গ) ধারার মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন