নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৯৫ বোতল ফেন্সিডিলসহ রেজাউল ইসলাম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। আটককৃত মাদক ব্যবসায়ী হলো, আরএমপির কাটাখালি থানার হরিয়ান এলাকার জিবরাইলের ছেলে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলগেট এলাকায় অভিযান চালিয়ে রেজাউলকে ৯৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে