নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ২৪৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর নতুন ফুদকিপাড়া এলাকার আজিজুল হকের ছেলে হাসিবুল (৩৫), গোপালগঞ্জের মাঝিপাড়া পুলিশ লাইন এলাকার কালাম উদ্দীনের ছেলে রহামত (২২) ও পিরোজপুরের ইন্ডার এলাকার মৃত আলাউদ্দীনের ছেলে হৃদয় (২১)।
মঙ্গলবার ভোরে আরএমপির এয়ারপোর্ট থানার সামনের রাস্তা থেকে পুলিশ তাদের আটক ও প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১২-৯২৫৪) জব্দ করে।
জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টার দিকে তানোরের দিক থেকে এয়ারপোর্ট থানার সামনে দিয়ে একটি ট্রাকে করে ভাংচুর হওয়া প্রাইভেট কার নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ট্রাকটি থানার সামনে পৌঁছালে পুলিশের সন্দেহয়। সন্দেহজনক হওয়ায় পুলিশ ট্রাক তামিয়ে তল্লাশী করে। তল্লাশী করে ২৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ৩জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি রাজিবুল ইসলাম বলেন, প্রাইভেট কারটি তানোর-চৌবাড়িয়া রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে ভেঙ্গে যায়। পরে তারা ট্রাক ভাড়া করে প্রাইভেট কার নিয়ে যাচ্ছিলো। এ সময় পুলিশের সন্দেহ হলে ট্রাকটি তল্লাশী করে কার থেকে ২৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে