নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে ১৮৩ বোতল ফেনসিডিলসহ আয়নাল হক (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাপর গ্রামের মৃত তাবলুর হোসেনের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী জেলার দূগার্পুর থানাধীন দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আয়নাল হককে আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর