নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে অতিরিক্ত মদ খেয়ে রাজশাহী বিশবিদ্যালয়ের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ওষুধের দোকানের কর্মচারীকে আটক করার প্রতিবাদে সকল দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে ওষুধ দোকান মালিক সমিতি। এতে করে চরম ভোগান্তির মধ্যে
পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। রোববার দুপুর পৌনে ১টার দিক থেকে হঠাৎ করে নগরীর সকল ফার্মেসী বন্ধ করে দেওয়া হয়। ওষুধ কেনার জন্য রোগী ও তাদের স্বজনরা দোকানের সামনে ভিড় জমায়। এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন,
জিজ্ঞাসাবাদের জন্য ফার্মেসীর কর্মচারীকে আটক করা হয়েছিল। তার সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছিল।
এদিকে, পুলিশ ওই কর্মচারীকে ছেড়ে দেওয়ার পরে আবার দোকান সব খুলে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর