নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বিলসিমলা এলাকায় একটি প্রাইভেট কারে( ঢাকা মেট্র গ /১৭-৪৭৪৭) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাইভেট কারটি রাজশাহীর নওদাপাড়ার বড়বন গ্রাম এলাকার রফিকুল ইসলামের। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভিয়ে ফেলেন।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, আজ বিকেলে প্রাইভেট কারের মালিক নিজেই গাড়িটি স্টার্ট দেওয়ার জন্য সেল্প দিয়েছিলেন। এসময় সার্কিট থেকে আগুন ধরে যায়। নিজেই আগুন নেভানোর চেষ্টা করে আগুন না নিভলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এদিকে, একটি পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনা ঘটে।
এস/আর