নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় ওয়ানুর (২৩) নামের ব্যাটারিচালিত এক রিক্সা চালক গুরুতর আহত হয়েছেন। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনী এলাকার জনাবের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর সাগরপাড়া বটতলা এলাকায় এ
ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিক্সাচালক বটতলা মোড় দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার তাকে সামনে থেকে এসে ধাক্কা দেয়। এতে ওই রিক্সাচালক ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ও তার রিক্সা ভেঙ্গে যায়। পরে স্থানীরা প্রাইভেট কারটিকে ধরে থানায় খবর দেয় ও আহতকে হাসপাতালে পাঠানো হয়।
আর/এস