নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কাটাখালি থানা এলাকায় প্রাইভেট কার থেকে ফেন্সিডিলসহ নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কাটাখালি থানার চৌমুহনি বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মনিরুল (৩২), সম্রাট (৩২) ও পারভিন ওরফে প্রিয়ংকা। আটককৃতরা সবাই রাজশাহী মহানগরীর শাহমখদুম ও রাজপাড়া থানার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাটাখালি থানা পুলিশ চৌমুহনী বাজার থেকে প্রাইভেট কারে থাকা এক নারী ও দুইজনকে ২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তারা সবাই নগর এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে ভাই বোন বলে জানিয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।