নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাগমারা থেকে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের রবিউল ইসলাম জনি (১৮) নামের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জনি উপজেলার সাইধাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে।
র্যাব-৫ এর সিপিসি মোল্লাপাড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহীর বাগমারা উপজেলার সাইধাড়া এলাকায় ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে জনি নামের এক ব্যাক্তি ভুয়া প্রশ্ন দিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে।
বিষয়টি জানতে পেরে র্যাব তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অারো জানানো হয়েছে।
খবর২৪ঘন্টা/এম কে