সংবাদ বিজ্ঞপ্তি : প্রবীণ নাগরিকদের সম্মানে রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে প্রবীণ সমাবেশ ও বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় শিরোইল কলোনী স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে ১৩৭ জন ব্যক্তির মাঝে বয়স্ক ভাতার বই বিতরণ করেন মেয়র। রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানের আয়োজক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, মেয়র খায়রুজ্জামান লিটন ১৯নং ওয়ার্ডবাসীকে অত্যন্ত ভালোবাসেন। ৩০টি
ওয়ার্ডের মধ্যে ১৯নং ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দিয়েছেন। ১৯নং ওয়ার্ডে রাস্তাঘাট-ড্রেনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শহর সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, জোন-৭ এর কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি। মঞ্চে উপবিষ্ট ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও শাহ্মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ
আখতারুল আলম, মহানগর আওয়ামী লীগের সদস্য শাহাবুদ্দিন ও বাদশা শেখ, শাহ্মখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, ১৯নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ১৯নং ওয়ার্ড (উত্তর) আ’লীগ সভাপতি হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী প্রমুখ। সমাবেশে ২২টি সজিদের ইমাম, ২১টি স্কুলের প্রধান শিক্ষকসহ সহস্রাধিক প্রবীণ ব্যক্তি উপস্তিত ছিলেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।