নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৮-১৯ এর উদ্বোধন করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ লিয়াকত আলী। প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে প্রথম বিভাগ
ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করেন। তিনি উদ্বোধন শেষে খেলোয়ারদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছে। রাজশাহী অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে অনেক বিখ্যাত ক্রিকেটার উঠে এসেছেন। এছাড়া ক্রীড়াচর্চা মানুষকে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করে এবং মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ থেকে বিরত রাখে।
আর/এস