1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গা পূজা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

রাজশাহীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গা পূজা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে কঠোর নিরাপত্তা ও ধর্মীও নানা আনুষ্ঠানিকতার এবং প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুপুর নগরীর কুমারপাড়া সংলগ্ন পদ্মানদীতে সনাতন ধর্ম সংঘের প্রতিমা বির্সজন মধ্যে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেল থেকে প্রতিমা বির্সজনের মুল আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করে ভক্তরা। অত্যান্ত সুশৃংখল ও কঠোর নিয়মানুবর্তীতার মধ্যে র‌্যাব ও পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রতিমার ট্রাক নিয়ে বের হয় এই শোভা যাত্রা। এসময় ভক্তরা মাইকের গানের তালে তালে নেচে গেয়ে বাধভাঙ্গা আনান্দ উল্লাসে ফেটে পড়ে। র‌্যাব ও পুলিশের নিরাপত্তা

বেষ্টনীর মধ্যে গভীর রাত পর্যন্ত এভাবেই চলে কুমার পাড়া সংলগ্ন পদ্মা নদীতে প্রতিমা বিসর্জনের কাজ। এর আগে সকালে ধর্মীও নানা অনুষ্ঠানাদির মধ্যে দিয়ে চলছে দেবী দুর্গা বিদায় দেয়ার প্রস্তুতি। আর আগে সকালে ঢাক, ঢোল, করতাল, শাখ ও উলুধ্বনীর মধ্যে শেষ হয় মহাদশমী বিহিতপূজা। এর পরপরই হিন্দু রমনীরা মেতে উঠে সিঁন্দুর শুভক্ষনে। বিবাহিত নারীরা দেবীর চরণ থেকে সিন্দুর তোলা ও একে অপরকে পড়িয়ে দেয় এবং মঙ্গল কামনা করে। শুরু হয় মিষ্টি মুখ করানো। এর সাথে চলে শারদীয়ার শুভেচ্ছা বিনিময়। অন্যায় অবিচার আর অসুরকে বধ করার লক্ষ্যে মহাশক্তিরুপী, দুর্গাতিনাশিনী দেবী দুর্গা আবারও এক বছর পর মর্ত্যে আবির্ভূত হবেন এ প্রত্যাশায় ভক্ত ও পূজারীরা শেষ বিদায় জানায় শারদীয়া দেবীকে।

খবর ২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team