নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রতিপক্ষের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় সন্দেহজনকভাবে দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলো, নগরীর শাহমখদুম থানার ভুগরইল এলাকার জোহরুল ও রাকিবুল। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।এ তথ্য নিশ্চিত করে শাহমখদুম থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় যুবক মৃত্যুর ঘটনায় সন্দেহভাজনভাবে দুইজনকে আটক করা হয়েছে। বাদী পক্ষের এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। তারা জড়িত থাকলে মামলা হলে সেই মামলায় তাদের আটক দেখানো হবে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্ত করা হবে। উল্লেখ্য, গত ২৬ জুলাই বিকেলে সেলিম ও তার বাবা হান্নান প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়।
আর/এস