নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে চুরির অভিযোগে মারধরে আহত শফিকুল ইসলাম লাল্টু ৪৫ নামের একব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তি নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আহাদ আলীর ছেলে।
মঙ্গলবার দুপুর পৌণে ২টার দিকে তার মৃত্যু হয়। গত ২৮ জানুয়ারী রাতে তাকে মারধর করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
মৃত লাল্টুর ছোট ভাই অভিযোগ করে জানান, গত ২৮ জানুয়ারী রাত ১০ টার দিকে তার বড় ভাই লাল্টুকে একই এলাকার বাপ্পি, কামরুল, শরীফ ও হৃদয়সহ কয়েকজন ডেকে নিয়ে গিয়ে মারধর করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে গত সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌণে ২টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান বলেন, তাকে মারধর করা হয়েছে এটা সত্য। তবে মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই প্রকৃত তথ্য জানা যাবে। যদি মারধরের কারণেই তার মৃত্যু হয়ে থাকে তাহলে মামলা রুজু করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ ঘণ্টা/এমকে