নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে প্রতারণার অভিযোগে দুই নারীসহ ১৩ প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে তাদের গোদাগাড়ী উপজেলার প্রেমতলি খেতুর মোড় এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলো, উজ্জল, দেলোয়ার, মুস্তা মিয়া, আবুল কালাম, মুজিবুর, কালা মিয়া, মহিউদ্দিন, শুকুর, আল আমিন, তাইজুল, রওশন, জাহানারা ও শান্তা।পুলিশের হাতে আটককৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা মেলা উপলক্ষে প্রতিবছরই রাজশাহীতে দলবদ্ধ হয়ে প্রবেশ করে স্থানীয়দের সাথে প্রতারণা করে আসছিলো। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর আব্দুর রাজ্জাক খান জানান, গত কয়েকদিন ধরে খেতুর মেলা চলছে। আটককৃতরা একটি প্রতারক চক্র। আটককৃতদের মধ্যে কেউ কেউ ভিক্ষুক সেজে ভিক্ষা করে
বেশি টাকাওয়ালা লোক খুঁজতো। বেশি টাকা দেখলে সেই লোককে যেকোনভাবে ফাঁদে ফেলে টাকা-পয়সা কেড়ে নিতো। আবার কেউ কেউ মেলায় আসা লোকজনকে মলম দিয়ে অজ্ঞান করে টাকা-পয়সা নিয়ে নিতো। আবার কেউ কেউ মানুষের কাপড়-চোপড় চুরি করতো। এভাবে তারা প্রতারণা করে আসছিলো। শনিবার গোদাগাড়ী থানা পুলিশ বিষয়টি জানতে পেরে বিকেলে খেতুর মেলায় অভিযান চালিয়ে নারীসহ ১৩ জনকে আটক করে। পরে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে