রাজশাহীর পুঠিয়ায় চাকুরী দেয়ার নাম করে অর্থ আত্মসাৎকারী ও বিকাশ এবং ইমো হ্যাককারী প্রতারক চক্রের মূল হোতা শামীম ওসমান ওরফে শামিম (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক প্রতারক রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর হাটপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। গত বুধবার (১৯ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে পুঠিয়ার বানেশ্বর থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার দিবাগত রাতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে চাকুরি দেওয়ার নামে প্রতারণাকারি সংঘবদ্ধ চক্রের মূলহোতা এবং বিকাশ ও ইমো হ্যাকার শামীম ওসমান ওরফে শামিমকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
এস/আর