নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে প্রকাশ্য দিবালোকে লিপি (২৫) নামের এক নারীর গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের মালা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (২১ মে) দুপুর পৌণে ১টার দিকে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী নগরীর মতিহার থানাধীন বুধপাড়া এলাকার ভাসানের স্ত্রী। এ সময় তার সাথে ছিল ৭ বছর বয়সী মেয়ে লাবিসা হাসান মিম।
কান্নাজড়িত কণ্ঠে ঘটনাস্থলেই ভুক্তভোগী নারী লিপি জানান, তিনি সাহেব বাজারে কাজ শেষে নিজ বাড়ি বিনোদপুর যাওয়ার উদ্দেশ্যে অটোরিক্সার জন্য দাঁড়িয়ে ছিলেন। একটি ফাঁকা অটোরিক্সা তার সামনে দাঁড়ালে তিনি তার মেয়েকে নিয়ে উঠতে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জন বোরখা নারী তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে যাওয়ার মতো হলে তার গলায় থাকা ১ ভরি স্বর্ণের মালা এক নারী ছিনিয়ে নেয়। মালা ছিনিয়ে নেওয়ার পর ওই নারী চোর চোর বলে চিৎকার শুরু করে একজন ধরে ফেলেন। তখন ছিনতাইকারীরা তার মেয়েকে অটোতে উঠিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি ছিনতাইকারী নারীকে ছেড়ে দিলে তারা তার মেয়েকে নামিয়ে দিয়ে চলে যায়।
এরপর তিনি জোরে জোরে চোর চোর বলে চিৎকার করেন। আশেপাশে থাকা লোকজন ছুটে যায়। ততক্ষণে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে নিরাপদে চলে যায়। পাশেই ডিউটি করা ট্রাফিক পুলিশও এগিয়ে আসেনি।
তিনি আরো অভিযোগ করে আরো জানান, জিরো পয়েন্ট জনাকীর্ন এলাকা। এই এলাকায় দিন দুপুরে কিভাবে ছিনতাই হয় তা তার মাথায় ঢোকেনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নাই উল্লেখ করে তিনি বলেন, আমি চিৎকার করলেও কাউকে পাশে পাইনি। সাহেব বাজার ও জিরোপয়েন্টসহ এসব জনাকীর্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি করেন তিনি। যাতে তার মতো কাউকে আর বিপাকে পড়তে না হয়।
পরে তিনি স্থানীয় মানুষের সহায়তায় নগরীর বোয়ালিয়া থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করে।
বুধবার রাতে তিনি এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, আমার স্বামী শখ করে এটি কিনে দিয়েছিলেন। এর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। আমার মালাটি উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফততারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাক আহমেদ বলেন, লিখিত অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশি তৎপরতা বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।