নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে পেঁয়াজ ভর্তি ট্রাক থেকে ৫১৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলরা দিঘলিয়া বিলচান্দর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে সালাম (২৮) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিদিরপুর গ্রামের মৃত মাজুয়ার ছেলে ইউসুফ আলী (৩২)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পেঁয়াজ ভর্তি ট্রাক থেকে ৫১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ও দুই মাদক ব্যবসায়ী ইউসুফ আলী ও সালাম কে আটক করে। এ সময় একটি ট্রাক ১৩ হাজার ২২০ কেজি পেঁয়াজ জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।