নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী ও পুঠিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন বড় বনগ্রাম এলাকার বাসিন্দা হীরক বিশ্বাস (৪০) ও পুঠিয়া ঝলমলিয়া গ্রামের বাসিন্দা ও শ্রমিক নেতা কেএম শাহিন (৫০)। জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে চিকিৎসক হীরক ও অপর একজন গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে রাজাবাড়ী এলাকায় কামাল অটো রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তার উপর
ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান চিকিৎসক হীরক বিশ্বাস। এ সময় আহত হন মোটরসাইকেল আরোহী রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রেমতলী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান রাসেলের অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে, রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিবহন শ্রমিক নেতা কেএম শাহীন (৫০) চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মারা গেছেন। নিহত কেএম শাহীন ঝলমলিয়া গ্রামের দুলাল দারোগার ছেলে ও রাজশাহী জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রæয়ারি বিকেলে কে এম শাহীন পুঠিয়ায় তার ব্যক্তিগত কাজ শেষ করে ভ্যান যোগে বাড়ি ফিরছিল। পথে ঝলমলিয়া বাজারের নিকট আসামাত্র নাটোর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহি বাস ওই ভ্যানকে সজরে ধাক্কা দেয়। এতে করে ভ্যান চালকসহ যাত্রী শাহীন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এস/আর