নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে পাঁচদিনব্যাপী পুষ্প মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর সিএন্ডবি মোড় সংলগ্ন এলাকায় এর উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিদায়ী অতিরিক্ত কমিশনার সদরদার তমিজ উদ্দিন আহমেদ।
অতিথি ছিলেন, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম, উপ ব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান। এতে সভাপতিত্ব করেন, বৈকালী সংঘের সভাপতি এ ওয়াই এম মনিরুজ্জামান ছানা। আরো উপস্থিত ছিলেন, বৈকালী সংঘের সভাপতি রইছ উদ্দিন বাবুসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। মেলার স্টলগুলো বাহারি ফুলে সাজানো হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে