1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে পুলিশ মেমোরিয়াল ডে উদ্যাপিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩ পূর্বাহ্ন

রাজশাহীতে পুলিশ মেমোরিয়াল ডে উদ্যাপিত

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১ মারচ, ২০১৮
khobor24ghonta.com

নিজস্ব প্রতিবেদক :  রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যৌথ আয়োজনে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে-২০১৮ উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন, আরএমপি পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান পিপিএম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ নিশারুল আরিফ, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, আরএমপির ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, পিবিআই এর এসপি মোঃ জুলফিকার আলী হায়দার, রাজশাহী জেলার এসপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, র‌্যাব-৫ এর অতিরিক্ত অধিনায়ক মেজর এএম আশরাফ আলী সহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের মাঝে উপহার ও সম্মাননা পত্র প্রদান করা হয়। আলোচনা পর্বে আরএমপির পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, যে সকল পুলিশ সদস্য বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছেন তাদের পাশে পুলিশ বাহিনী সব সময় রয়েছে এবং ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশ পুলিশের সবগুলো ইউনিট এই দিবসটি উদযাপন করছে।
খবর২৪ঘন্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST