1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে পুলিশ পরিচয়ে তিন বছর ধরে অর্থ আদায়, প্রতারক আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

রাজশাহীতে পুলিশ পরিচয়ে তিন বছর ধরে অর্থ আদায়, প্রতারক আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
আটক প্রতারক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরসহ বিভিন্ন এলাকায় মিথ্যা পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করে প্রতারণা করা যুবককে অবশেষে আটক করেছে পুলিশ। আটক প্রতারক পাবনা জেলার আমিনপুর থানার চক আব্দুল শুকুর গ্রামের নাদের শেখের ছেলে ফারুক হোসেন ওরফে ফিটু (৪২)। তাকে পাবনার জেলার আমিনপুর থানাধীন চক আব্দুল শুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। নগরীর রাজপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার নামে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান,

আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতারক ফিটু পাবনা কাজির হাট উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে। ২০০১ সালে ঢাকায় গিয়ে টপিক্যাল সিকিউরিটি হোমস লিমিটেড নামক সিকিউরিটি কোম্পানিতে ২০০৯ সাল পর্যন্ত চাকুরী করে। ২০০৯ সালের পরে সে নিজ বাড়ি পাবনায় ফিরে আসে। ২০১২ সালে আবার ঢাকায় গিয়ে ২০১৭ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে চা বিক্রি করে। ২০১৭ সাল থেকে তাকে গ্রেফতারের আগ পর্যন্ত ফিটু পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে প্রতারণা পূর্বক অর্থ আদায় করে। তার কাছ থেকে ৩ টি মোবাইল ফোন, ৫ টি সিম কার্ড ও প্রতারণা পূর্বক অর্থ

আদায়ের ৭ হাজার ৬৭০ টাকা উদ্ধার করা হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এখন পর্যন্ত তার ব্যবহৃত ১৬ টি মোবাইল ও ২৪ সিম কার্ড ব্যবহারের সন্ধান পেয়েছে। মিথ্যা পরিচয় দানকারী ফারুক হোসেন ওরফে ফিটু ৩/৪ মাস পর পর সিম কার্ড ও মোবাইল পরিবর্তন করে এসব প্রতারণা করে আসছিল। আরো জানানো হয়, নগরীর রাজপাড়া থানার এসআই মাসুদ রানা অভিযোগ করে, চলতি বছরের গত ২৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ওসি (তদন্ত) রাজপাড়া থানার পরিচয় দিয়ে ৪ টি মোবাইল নম্বর থেকে তেরখাদিয়া ডাবতলা মোড়ে অবস্থানকারীসহ আশে পাশের এলাকার ৩ (তিন) জন ব্যক্তির মোবাইলে কল দেয়। এরপর বলে,

আপনি পত্রিকায় একটি হারানো বিজ্ঞপ্তি দিয়েছেন সেটার তদন্ত, উদ্ধারের জন্য ও উদ্ধারকৃত ডকুমেন্ট পাঠানোর জন্য কিছু খরচের প্রয়োজন বলে টাকা দাবি করে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা থানায় জানায়। পরে মিথ্যা পরিচয় দেয়া ব্যক্তির মোবাইল নম্বরগুলো আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটে পাঠালে ইউনিট নম্বরগুলোর তথ্য উপাত্তগুলো বিশ্লেষন করে। সাইবার ক্রাইম ইউনিট প্রায় ২১ দিন সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় মিথ্যা পরিচয় দানকারী ব্যক্তির পরিচয় শনাক্ত করে। এরপর তাকে পাবনার জেলার আমিনপুর থানাধীন চক আব্দুল শুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST