নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে খাদিজাতুল কুবরা (১৭) নামের এক পুলিশ কর্মকর্তার মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার ভাড়া বাসায় তার মৃত্যু হয়। তাদের গ্রামের বাড়ি পাবনা জেলায়। খাদিজা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত আছেন। ময়নাতদন্তের জন্য মৃতের লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খাদিজা একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানায়, রোববার রাত পৌণে ৮টার দিকে খাদিজাতুল কুবরা নিজ বাড়িতে অসুস্থ হয়ে মারা যায়। পরে তার বাবা পুলিশের ট্রাফিক পরিদর্শক নজরুল ইসলাম থানা পুলিশকে খবর দেয় ও লাশ ময়নাতদন্ত করার ব্যবস্থা করে। পরে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সোমবার সকালে লাশের ময়নাতদন্ত করা হবে।
এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, মেয়েটি অসুস্থ ছিল। এর আগে অপারেশন করা হয়েছে। আবার অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু হলে কেন ময়নাতদন্ত করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টিআই নজরুল ঝামেলা এড়ানোর জন্য মেয়ের ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তার প্রথম পক্ষের তালাকপ্রাপ্তা স্ত্রী যাতে কোন অভিযোগ না তুলতে পারে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।