নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম চকপাড়া এলাকায় পুলিশের ভয়ে পুকুরে লাফ দিয়ে পানিতে ডুবে ইকবাল হোসেন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার মৃত: আব্দুস সালামের পুত্র।
নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গত শনিবার রাতে বড়বনগ্রাম বাগানপাড়া এলাকায় পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছিল। এ সময় ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়া নিহত ইকবাল ও তার ছেলে যাচ্ছিলো। পুলিশ তাদের থামিয়ে ইকবালের ছেলে ইমনকে চেক করছিলো এ সময় ইকবাল দৌড় দিয়ে শিশু পার্কের পাশের পুকুরের পানিতে লাফ দেয়। এক পর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায়।
স্থানীয় জনগন তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টাফ অফিসার রাসেদুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে ডুবুরী আব্দুর রাজ্জাক, ডুবুরী জুয়েল রানার সহযোগীতায় ডুবুরী মো: রিপন ইকবাল হোসেনকে উদ্ধার করে। উদ্ধারের পর লাশটি তারা পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত ইকবাল মাদকসেবী ছিল। লাশ উদ্ধারের পর দেখা যায় তার পকেটে এক বোতল বাংলা মদ ছিল। এ কারণেই সে ভয়ে পুকুরের পানিতে লাফ দেয়।
তার যক্ষা রোগের চিকিৎসা চলছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খবর২৪ঘণ্টা, জেএন