নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি এলাকায় সাঁড়াশি অভিযান (ব্লক রেইড) চালিয়েছে পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডি পূর্বপাড়া এলাকা ঘিরে এ অভিযান শুরু করা হয়। আরএমপির মহানগর বোয়ালিয়া ডিভিশনের উপ-কমিশনার আমীর জাফর বলেন, জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এই এই সাঁড়াশি অভিযান চালানো হয়।দুপুর
১টা পর্যন্ত এ অভিযান চলে। এটি নিয়মিত অভিযানের একটি অংশ। ওই এলাকার চারপাশ ঘিরে অভিযান শুরু করা হয়। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী করা হচ্ছে। এ জন্য সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে দুপুর পর্যন্ত কাউকে আটক কিংবা কোনো কিছু জব্দ করা হয়নি।’ পর্যায়ক্রমে বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চলবে।
খবর ২৪ঘন্টা/এমকে